বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে নির্বাচন করতে চান জেলেনস্কি

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে নির্বাচন করতে চান জেলেনস্কি

চলমান যুদ্ধের মধ্যেই আগামী বছর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে বর্তমানে মার্শাল ল’ চালু রয়েছে। অর্থাৎ সেখানে এখন নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই। তবে জেলেনস্কি নিজেই গত রবিবার টেলিভিশনে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যদি আপনাকে গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে হয়, তাহলে যুদ্ধের সময়েও এটিকে রক্ষা করতে হবে। আর গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। এর আগে ইউক্রেনের পার্লামেন্টের প্রেসিডেন্ট রুসলাম স্টেফানচুকও নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানান, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন শিগগিরই হালনাগাদ করা হবে।

সর্বশেষ খবর