বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

আফ্রিকার তেলসমৃদ্ধ গ্যাবনের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

আফ্রিকার তেলসমৃদ্ধ গ্যাবনের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

এবার আফ্রিকার আরেক দেশ গ্যাবনের রাষ্ট্রক্ষমতা দখল করল সামরিক বাহিনী। উৎখাত করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট আলী বঙ্গো ওনডিম্বাকে। মধ্য আফ্রিকার দেশটির একদল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা গতকাল ভোরে জাতীয় টেলিভিশনে এক বার্তায় ক্ষমতা দখলের ওই ঘোষণা দিয়েছেন।

গ্যাবনের নির্বাচন কমিশন আলী বঙ্গোকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত ঘোষণা করার পর এই সামরিক হস্তক্ষেপের খবর এলো। গতকালই গ্যাবনের সাধারণ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে জয় পেয়েছিলেন ওনডিম্বা। কিন্তু সামরিক বাহিনী এই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে দেশের ক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়েছে। তারা ওই নির্বাচনকে কারচুপিপূর্ণ বলে দাবি করেছে। একই অভিযোগ করেছে গ্যাবনের পরাজিত বিরোধী দলও। বিবিসি জানিয়েছে, আলী বঙ্গোর ওনডিম্বার পরিবার গত ৫৩ বছর ধরে গ্যাবনের ক্ষমতায় আছে। এবার সামরিক বাহিনীর ক্ষমতা দখলের মধ্য দিয়ে এই পরিবারের পাঁচ দশকেরও বেশি সময়ের শাসনের ইতি ঘটতে যাচ্ছে। দেশটি অত্যন্ত তেলসমৃদ্ধ এবং এর ৯০ শতাংশ অঞ্চলই বন। আলী বঙ্গো এর আগে দুইবার দেশটির প্রেসিডেন্ট ছিলেন। গতকাল ফল ঘোষণার মধ্য দিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসেন তিনি। এ ঘটনার পর জার্মানির রাজনৈতিক বিশ্লেষক অ্যাডামা গেয়ে আল-জাজিরাকে বলেন, গ্যাবনের এই বিদ্রোহ মোটেও কোনো সারপ্রাইজ ছিল না। এরমধ্য দিয়ে বঙ্গো যুগের শেষ হলো। এমনিতেই আলী বঙ্গো দেশটির মানুষের হৃদয় থেকে উঠে গিয়েছিলেন। সম্প্রতি মধ্য আফ্রিকাজুড়ে সামরিক অস্থিরতা দেখা দিয়েছে। ২০২০ সাল থেকে এই অঞ্চলে আটটি দেশে সেনাবিদ্রোহ হয়েছে। সর্বশেষ সেনাবিদ্রোহের ঘটনা ঘটে নাইজারে। গত জুলাইয়ে সেখানে বিদ্রোহ হয়েছে। এছাড়া মালি, গিনি, বুরকিনা ফাসো, চাদেও সামরিক সরকার ক্ষমতা নিয়েছে।

সর্বশেষ গ্যাবনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

সর্বশেষ খবর