বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩ ০০:০০ টা

ইমরান খান আরও ১৪ দিন কারা হেফাজতে

ইমরান খান আরও ১৪ দিন কারা হেফাজতে

ইমরান খানের বিচার বিভাগীয় রিমান্ডের মেয়াদ বাড়ানো হয়েছে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। ফলে তোষাখানা মামলায় তিনি যদি গতকাল জামিনে মুক্তিও পান, তবু জেল থেকে বেরুতে পারবেন না। এদিন কূটনৈতিক বার্তাবিষয়ক মামলায় তার বিরুদ্ধে স্পেশাল কোর্টের বিচারক আবুল হাসনান জুলকারনাইন রিমান্ডের আদেশ দেন। অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে ইমরান খানের বিরুদ্ধে মামলার শুনানি করছিলেন তিনি। ইমরান ও অন্যান্যদের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে হওয়া মামলাগুলোর (সাইফার মামলা) শুনানির জন্য সম্প্রতি গঠিত বিশেষ আদালত গতকাল ইমরানকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কারা হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বলে তার আইনজীবী জানিয়েছেন। আইনজীবী নাঈম পাঞ্জুথা জানিয়েছেন, ইমরান যে কারাগারে বন্দি আছেন সেই অ্যাটক কারাগারেই সাইফার মামলার শুনানি করবে বিশেষ আদালত। মঙ্গলবার রাতে এক ঘোষণায় পাকিস্তানের আইন মন্ত্রণালয় জানিয়েছে, কারাগারে এ মামলার বিচার চালানো নিয়ে আইন ও বিচার মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই। গতকাল বিশেষ আদালতের বিচারক আবদুল হাসনাত মুহাম্মদ জুলকারনাইন এ মামলার শুনানির জন্য অ্যাটক কারাগারে গেছেন, সেখানে কারাগারের ডেপুটি সুপারের দফতরে এ শুনানি অনুষ্ঠিত হয়। ইসলামাবাদের জেলা বিচারিক আদালত ৫ আগস্ট তোষাখানা মামলার রায়ে ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে এ অ্যাটক কারাগারেই আছেন পিটিআই চেয়ারম্যান।

মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্ট (এএইচসি) এ সাজা স্থগিত করে বলেছে, ইমরানকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। কিন্তু অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে রিমান্ডে থাকায় ইমরান (৭০) কারাগার থেকে বের হতে পারছেন না।

 

সর্বশেষ খবর