শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ক্যান্সার চিকিৎসায় সাত মিনিটের ইনজেকশন

ক্যান্সার চিকিৎসায় সাত মিনিটের ইনজেকশন

ক্যান্সার চিকিৎসার দীর্ঘমেয়াদি সময় কমিয়ে আনতে নতুন এক ইনজেকশন উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। মাত্র ৭ মিনিটেই রোগীর দেহে এ ইনজেকশন প্রয়োগ করা যাবে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ (এনএইচএস) জানিয়েছে, এর ফলে ক্যান্সারের চিকিৎসার সময় তিন চতুর্থাংশ পর্যন্ত কমে আসবে। মঙ্গলবার নতুন এ ইনজেকশন যুক্তরাজ্যের এমএইচআরএর অনুমোদন পেয়েছে। ক্যান্সারের চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি ইমিউনোথেরাপি। মূলত যাদের এ থেরাপি দেওয়া হয়, তাদের শরীরে নতুন এ ইনজেকশন প্রয়োগ করা হবে। ‘অ্যাটেজোলিজুম্যাব’ (টেসেনট্রিক নামেও পরিচিত) নামের এ ইনজেকশন ত্বকের নিচে দেওয়া হবে। মূলত ইমিউনোথেরাপিতে শিরার মধ্য দিয়ে যেসব ইনজেকশন দেওয়া হয়, তা দিতে ৩০-৬০ মিনিট সময় নেয়। অনেক সময় রোগীর শিরা খুঁজে পেতেও সমস্যা হয়। কিন্তু নতুন এ ইনজেকশন মাত্র ৭ মিনিটে দেওয়া সম্ভব হবে।

সর্বশেষ খবর