শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সিএনএনের প্রধান নির্বাহী হলেন বিবিসির থম্পসন

সিএনএনের প্রধান নির্বাহী হলেন বিবিসির থম্পসন

বিবিসির সাবেক মহাপরিচালক এবং নিউইয়র্ক টাইমসের সাবেক প্রধান নির্বাহী মার্ক থম্পসনকে নতুন প্রধান নির্বাহী নিয়োগ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। গণমাধ্যমটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস লিচট সরে দাঁড়ানোর পর তার স্থলাভিষিক্ত হলেন থম্পসন। ক্রিস লিচট তার মেয়াদে বহু বিতর্কের জন্ম দিয়েছিলেন। মার্ক থম্পসন ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বিবিসি মহাপরিচালক ছিলেন। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত নিউইয়র্ক টাইমসের ডিজিটাল সাবসক্রিপশন বাড়িয়ে পত্রিকাটিতে নতুন গতি সঞ্চারের কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।

সিএনএনের প্রধান নির্বাহীর দায়িত্ব পাওয়ার পর এ সংবাদমাধ্যমের সফল ভবিষ্যৎ গড়ে তুলতে নতুন সহকর্মীদের সঙ্গে কাজে নামতে আর তর সইছে না বলে জানিয়েছেন থম্পসন।

সর্বশেষ খবর