শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বাইডেন-পুতিনের যোগাযোগে এখন কোন হটলাইন?

বাইডেন-পুতিনের যোগাযোগে এখন কোন হটলাইন?

বিশ্বের দুই প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যুগে যুগে এই দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। যা যুদ্ধের দারপ্রান্তেও নিয়ে যায়। সবচেয়ে বড় কথা দুই দেশেই পারমাণবিক অস্ত্রধারী। তাই যাতে দুই দেশ সরাসরি যুদ্ধে লিপ্ত না হয় সেই অভিপ্রায়ে ১৯৬৩ সালের ৩০ আগস্ট একটি হটলাইন চালু হয়। যাতে দুই দেশের প্রধান সরাসরি কথা বলতে পারেন। মূলত ১৯৬২ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন করেছিল। এই ঘটনা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা করেছিল। পরে এই অবস্থার অবসানে ১৯৬৩ সালের ৩০ আগস্ট একটি হটলাইন চালু হয়। ‘লাল টেলিফোন’ নামে এটি পরিচিতি পেলেও এটি আসলে টেলিফোন ছিল না। এটি ছিল একটি টেলেক্স মেশিন, যেটাতে করে বার্তা পাঠানো যেত। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ওয়াশিংটন ও মস্কোর মধ্যে হটলাইন থাকার বিষয়টি বাহুল্য হয়ে পড়েছিল। এখন আর তা ব্যবহার হয় না।

সর্বশেষ খবর