শিরোনাম
শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজকীয় ক্ষমার আবেদন থাকসিনের

রাজকীয় ক্ষমার আবেদন থাকসিনের

১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর গত সপ্তাহে দেশে ফিরেছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। দেশে নামার পরই তাকে দেশটির পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দেয়। এর এক সপ্তাহের মধ্যেই তিনি এ আবেদন জানালেন। এদিকে থাকসিন সিনাওয়াত্রার দেশে ফেরার দিনই পার্লামেন্টে ভোটে তার দলের স্রেথা থাভিসিন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার ওই আবেদন বিবেচনা করার আগে তা সংশোধন বিভাগের মাধ্যমে বিচারমন্ত্রীর কাছে জমা হবে। তারপর এটি রাজা মহা ভাজিরালংকর্নের কাছে জমা দেওয়া হবে।

২০০১ সালে ক্ষমতায় আসেন থাকসিন। ২০০৬ সালে নিউইয়র্কে জাতিসংঘে যখন তিনি ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই দেশে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। ক্ষমতা থেকে অপসারণের পরে তার বিরুদ্ধে মাদক দমনের নামে হাজারো মানুষ খুন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনসহ ফৌজদারি নানা অভিযোগে মামলা করা হয়। ২০০৮ সালে কারাগারে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে তিনি দেশ ছাড়েন। ২০০৬ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অস্থিরতা চলছে থাইল্যান্ডে। এ বছরের মে মাসে থাইল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে থাকসিনের মেয়ে পেতংতার্নের দল ফেউ থাই দ্বিতীয় স্থান অর্জন করে।

সর্বশেষ খবর