সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

কৌশলগত পারমাণবিক হামলার মহড়া চালাল উত্তর কোরিয়া

‘কৌশলগত পারমাণবিক হামলা’র মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার ভোরে এ মহড়ায় পারমাণবিক ওয়ারহেড বহনকারী দুটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র রাখা হয়। উত্তর কোরিয়ার  রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মহড়ার প্রতিক্রিয়ার জবাবে তাদের এ মহড়া। কেসিএনএ বার্তা সংস্থা বলেছে, ‘প্রকৃত পারমাণবিক যুদ্ধ’ এর বিপদ সম্পর্কে শত্রুদের  সতর্ক করার জন্য এ মহড়া চালানো হয়েছে।

খবর অনুসারে, পিয়ংইয়ং আবারও ওয়াশিংটন এবং সিউলের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে। কেসিএনের বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক বাহিনী যুদ্ধ  প্রতিরোধ এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য পাল্টা আক্রমণের প্রতিটি উপায় শক্তিশালী করবে। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ বার্ষিক গ্রীষ্মকালীন অনুশীলন, যা উলচি ফ্রিডম শিল্ড নামে পরিচিত বৃহস্পতিবার শেষ হয়েছে। ১১ দিনের এ মহড়ায় বি১বি বোমারু বিমান যুক্ত করা হয়েছিল।

সর্বশেষ খবর