মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ঝাঁকে ঝাঁকে রুশ ড্রোনের হামলা ইউক্রেনের বন্দরে

ঝাঁকে ঝাঁকে রুশ ড্রোনের হামলা ইউক্রেনের বন্দরে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ফের তীব্র হয়ে উঠছে খাদ্যসংকটের আশঙ্কা। পর পর দুই দিন ইউক্রেনের বৃহত্তম বন্দরে ভয়াবহ হামলা চালায় রুশ বাহিনী। গত রবিবার ওডেসা অঞ্চলের দানিউব নদীবন্দরে সাড়ে তিন ঘণ্টাব্যাপী ওই ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে দুজন নিহত হন। এর জের না কাটতেই ফের গতকাল সকালে ওডেসায় ড্রোন হামলা চালায় রাশিয়া। দানিউব নদীর ইজমাইল বন্দরকে নিশানা করে রুশ সেনাবাহিনী। এর ফলে শস্য রপ্তানি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই হামলা এমন সময় চালানো হলো যখন ইউক্রেনের খাদ্য রপ্তানি নিয়ে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বৈঠক হওয়ার কথা। ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, গতকাল ভোরে পঙ্গপালের মতো ঝাঁকে ঝাঁকে নেমে আসে রাশিয়ার ড্রোন। এয়ার ডিফেন্স সিস্টেম কিছু ড্রোন প্রতিহত করতে পারলেও বন্দরটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

সর্বশেষ খবর