বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

উত্তর কোরিয়ার নেতা কিম যাচ্ছেন রাশিয়া সফরে

উত্তর কোরিয়ার নেতা কিম যাচ্ছেন রাশিয়া সফরে

উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ পুরনো। সেই সম্পর্ক এবার আরও শক্তিশালী হচ্ছে। কারণ সোমবার এক প্রতিবেদনের কথা উল্লেখ করে আমেরিকা জানিয়েছে, চলতি মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে অস্ত্র ব্যবহারের জন্য চুক্তি করতে তারা দুজনই রাশিয়ায় মিলিত হবেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দেওয়া হুঁশিয়ারির পর রাশিয়া ও উত্তর কোরিয়া-সংক্রান্ত এ তথ্য এসেছে। যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের জন্য রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে গোপনে আলোচনা করছে বলে আগেই সতর্ক করেছে আমেরিকা।

তবে বৈঠকটি কোথায় হবে সেটা নিয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। এ খবরটি অন্যান্য মার্কিন গণমাধ্যম ফলাও করে প্রচার করলেও কোনো প্রতিবেদনে তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়া বা রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এক সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কিম সম্ভবত সাঁজোয়া ট্রেনে ভ্রমণ করতে পারেন। হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে, দুই দেশের মধ্যে অস্ত্র সমঝোতা অগ্রসর হওয়ার বিষয়ে তারা তথ্য পেয়েছেন।

দ্য নিউ ইয়র্ক টাইমসের মতে, উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন খুব কমই তার দেশের বাইরে ভ্রমণ করেন।

সর্বশেষ খবর