বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ওয়াগনার বিদ্রোহের পর দেখা গেল সেই জেনারেল সুরোভিকিনকে

ওয়াগনার বিদ্রোহের পর দেখা গেল সেই জেনারেল সুরোভিকিনকে

রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের বিদ্রোহের পর জনসমক্ষে দেখা যাচ্ছিল না রুশ জেনারেল সের্গেই সুরোভিকিনকে। এবার অনলাইনে প্রকাশিত একটি ছবিতে তাকে দেখা গেছে বলে খবর বিবিসির। গত মাসে বিমান দুর্ঘটনায় নিহত হওয়া ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে মনে করা হয় সের্গেই সুরোভিকিনকে। সিরিয়ায় রুশ অভিযানের সময় নিষ্ঠুরতার জন্য পরিচিতি পান সুরোভিকিন। সেখানে তিনি ‘জেনারেল আর্মাগেদন’ নামে পরিচিত ছিলেন। বিদ্রোহে জড়িত থাকার সন্দেহে জেনারেল সুরোভিকিনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল। কিন্তু ইউক্রেনে রাশিয়ার সাবেক কমান্ডারের একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা যায়, সানগ্লাস ও ক্যাপ পরা এক ব্যক্তি হাঁটছেন, তার হাত ধরে পাশাপাশি হাঁটছেন লাল চুলের এক নারী, যিনি দেখতে সুরোভিকিনের স্ত্রী আন্নার মতো। ২৩ ও ২৪ জুন প্রিগোজিনের নেতৃত্বে পুতিনের নেতৃত্বাধীন রুশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে ওয়াগনার গ্রুপ এবং মস্কো অভিমুখে মার্চ করার হুমকি দেয়।

সর্বশেষ খবর