বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সবচেয়ে উষ্ণ মাস পার করল হংকং

বৈশ্বিক উষ্ণতার শিকার এবার হংকং। এ বছর একাধিকবার রেকর্ডভাঙা তাপমাত্রার মধ্য দিয়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে উত্তপ্ত গ্রীষ্মকাল পার করল চীনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলটি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ বছর বিভিন্ন দেশে সর্বোচ্চ তাপমাত্রা নতুন রেকর্ড গড়েছে। গত সপ্তাহেই রেকর্ডভাঙা দাবদাহের ঘোষণা দিয়েছে ভারত, জাপান, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো। সোমবার হংকংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর জুন-জুলাইয়ের তীব্র গরমের সঙ্গে হংকং জুন থেকে আগস্ট পর্যন্ত ইতিহাসের সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল পার করেছে। হংকং অবজারভেটরির তথ্যমতে, শহরটি গত মাসে ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস (৮৫ ডিগ্রি ফারেনহাইট) মাসিক গড় তাপমাত্রা রেকর্ড করেছে, যা তাদের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম আগস্ট। ১৮৮৪ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে হংকংয়ে তৃতীয়-উষ্ণতম জুলাই এবং চতুর্থ-উষ্ণতম জুন মাসও ছিল এ বছর।

সর্বশেষ খবর