বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

এরদোগানের সঙ্গে বৈঠকের পরও শস্য রপ্তানি চুক্তিতে পুতিনের না

খাদ্য শস্যের আধার বলা হয় ইউক্রেনকে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবহে বিশ্বব্যাপী ইউক্রেনের খাদ্য বাইরে জেতে পারছে না ফলে বিশ্বব্যাপী তীব্র হয়েছে খাদ্যসংকট। এর মধ্যে ইউক্রেনের একাধিক বন্দরে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। যার প্রভাব পড়েছে শস্য রপ্তানিতেও। এ আবহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়ার সোচিতে গিয়ে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। তবে দীর্ঘ আলোচনার পরও শস্য রপ্তানি নিয়ে কোনো চুক্তি স্বাক্ষরিত হলো না। বৈঠকে দীর্ঘ সময় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথা হয়। ইউক্রেন যুদ্ধ আবহে আলোচনা হয় শস্য রপ্তানি চুক্তি নিয়ে। এ বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন জানান, ‘রাশিয়া শস্য চুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য তৈরি। কিন্তু যতক্ষণ না রাশিয়ার শস্য রপ্তানির ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে ততক্ষণ নতুন কোনো চুক্তি স্বাক্ষরিত হবে না।’ তিনি এও জানান, যদি এই দুই দেশের মধ্যে এ চুক্তি হয় তাহলে মস্কো থেকে ১০ লাখ টন রাশিয়ার শস্য তুরস্কে রপ্তানি করা হবে।

সর্বশেষ খবর