বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

একে অন্যের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করল ইরান ও সৌদি

ইরান ও সৌদি আরব একে অন্যের দেশে রাষ্ট্রদূত নিয়োগ করেছে। এর মধ্য দিয়ে দেশ দুটি নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছিল তা পূর্ণতা পেল। মঙ্গলবার সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আনাজি ইরানের রাজধানী তেহরানে পৌঁছান। এ দিন থেকেই তিনি তার দায়িত্ব শুরু করেছেন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর দিয়েছে আরব নিউজ। এদিকে ইরানি গণমাধ্যমগুলোও জানিয়েছে, সৌদি আরবে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি কূটনৈতিক মিশনের দায়িত্ব গ্রহণ করতে রিয়াদে পৌঁছেছেন। এনায়েতিও মঙ্গলবার রিয়াদে পৌঁছালে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। সৌদি আরবের উদ্দেশে ইরান ত্যাগ করার আগে এনায়েতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে তিনি কী কী পদক্ষেপ নিতে চান তার একটি রূপরেখা তুলে ধরেন। ইরানের সিনিয়র কূটনীতিক আলী রেজা এনায়েতি এর আগে রিয়াদে ইরানের উপ রাষ্ট্রদূত, কুয়েতে ইরানের রাষ্ট্রদূত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগরবিষয়ক মহাপরিচালক এবং পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সৌদি আরবের রাষ্ট্রদূত ইরানে নেমেই জানান, রিয়াদের কাছে তেহরানের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই সম্পর্ককে আরও মজবুত করতে চায়। ইরান ও সৌদি আরবের মধ্যে যোগাযোগ ও আলোচনা যাতে আরও বৃদ্ধি পায় তার জন্য কাজ করবেন তিনি।

সর্বশেষ খবর