শিরোনাম
বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলি

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনার পর দুই দেশের মধ্যকার তোরখাম সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। পাকিস্তানের একজন কর্মকর্তা বলেছেন, সেনা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পরিস্থিতি শান্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়নি।

 আসলে গত বছরের এপ্রিলে আফগানিস্তানের খোস্ত ও কুনারে বিমান হামলা চালিয়ে ৩৬ তালেবানকে হত্যা করেছিল পাকিস্তান সেনাবাহিনী। যদিও পাকিস্তান বিমান হামলার বিষয়টি অস্বীকার করেছিল।

সর্বশেষ খবর