শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফিলিস্তিনিদের সঙ্গে জাতিবিদ্বেষী আচরণ হচ্ছে

ফিলিস্তিনিদের সঙ্গে জাতিবিদ্বেষী আচরণ হচ্ছে

তামির পার্দো

ফিলিস্তিনিদের সঙ্গে জাতিবিদ্বেষী আচরণ করছে ইসরায়েল এবং জাতিবিদ্বেষ চাপিয়েও দিচ্ছে ইসরায়েল। এই অভিযোগ করেছেন খোদ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান তামির পার্দো। মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে পার্দো বলেছেন, ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণের জন্য ইসরায়েল যেসব ব্যবস্থা গ্রহণ করেছে, যেমন- চলাচলে বিধিনিষেধ জারি করে তাদের সামরিক আইনের অধীনে রাখা হয়েছে। কিন্তু দখলকৃত ভূখণ্ডে ইহুদি বসতি বেসামরিক কোর্ট দ্বারা পরিচালিত হচ্ছে। এমন পরিস্থিতি পুরনো দক্ষিণ আফ্রিকার মতোই।

মোসাদের সাবেক প্রধান হওয়ার কারণে তামির পাদ্রোর দৃষ্টিভঙ্গি ইসরায়েলে প্রভাব ফেলতে পারে। কারণ এমন সময় তিনি এ কথা বলেছেন যখন দেশটির সরকারের উগ্র-ডানপন্থিরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের যেকোনো সম্ভাবনাকে চাপা দিতে চাইছে। ২০১১ সালে বেনিয়ামিন নেতানিয়াহু মোসাদ প্রধান হিসেবে পার্দোকে নিয়োগ দিয়েছিলেন।

সর্বশেষ খবর