শিরোনাম
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

১১ হাজার ১৯৬ বছরের কারাদন্ড

ক্রিপ্টোকারেন্সিতে  বিনিয়োগকারীদের সঙ্গে কয়েক মিলিয়ন ডলার প্রতারণার দায়ে এক তুর্কি ক্রিপ্টোকারেন্সি বস এবং তার দুই ভাইবোনের প্রত্যেককে ১১ হাজার ১৯৬ বছরের কারাদন্ড  দেওয়া হয়েছে। জানা গেছে, ২৯ বছর বয়সী এই তুর্কি ক্রিপ্টোকারেন্সি বসের নাম ফারুক ফাতিহ ওজার। তার থডেক্স এক্সচেঞ্জ হঠাৎ ভেঙে পড়ার পর বিনিয়োগকারীদের সম্পদ নিয়ে ২০২১ সালে তিনি আলবেনিয়ায় পালিয়ে যান। জুন মাসে তাঁকে তুরস্কে ফিরিয়ে এনে এই অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়। অভিযুক্তের বোন সেরাপ ও ভাই গুভেনকেও একই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০০৪ সালে ইইউয়ে যোগদানের চেষ্টায় তুরস্ক মৃত্যুদন্ডের শাস্তি বাতিল করে দেয়। তারপর থেকেই এই ধরনের অস্বাভাবিক সময়সীমার কারাদন্ড  সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

সর্বশেষ খবর