শিরোনাম
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

সোনায় ভরা গ্রহাণু

সোনায় ভরা গ্রহাণু

বিজ্ঞান যত এগোচ্ছে মহাশূন্যে প্রায়ই নতুন নতুন গ্রহাণুর সন্ধান পাচ্ছে জ্যোতির্বিজ্ঞানীরা। যার অনেকের মধ্যে রয়েছে লোহা-তামার মতো মূল্যবান ধাতু। কিন্তু তাই বলে সোনা! এবার মিলল সেই ‘বহুমূল্য’। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, সোনায় মোড়া ওই গ্রহাণুর বিজ্ঞানসম্মত নাম ‘১৬ সাইকি’। উল্লেখ্য, এর আগে এ ধরনের আরও ১৫টি গ্রহাণুর সন্ধান মিলেছিল। সেই কারণেই মহাজাগতিক বস্তুটির নামের আগে ১৬ নম্বরটি ব্যবহার করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, গ্রহাণু মূলত পাথুরে মহাজাগতিক বস্তু। কিন্তু অন্যগুলোর চেয়ে ১৬ সাইকি একেবারে আলাদা। এর মধ্যে সোনার খনি ছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে লোহা ও নিকেল। যার বাজারমূল্য রীতিমতো চমকে দেওয়ার মতো। সম্পূর্ণ গ্রহাণুটিতে যে পরিমাণ সম্পদ আছে তা বিশ্ববাসীর মধ্যে ভাগ করলে এক একজন ব্যক্তি পাবেন ১০ হাজার কোটি মার্কিন ডলার। চলতি বছরে এই গ্রহাণুতে অভিযান চালাবে নাসা।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর