শিরোনাম
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নেদারল্যান্ডসে ২৪০০ জলবায়ুকর্মী আটক

জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবিতে বিক্ষোভরত ২৪০০ জন জলবায়ু কর্মীকে আটক করেছে নেদারল্যান্ডসের পুলিশ। স্থানীয় সময় শনিবার নেদারল্যান্ডসের রাজধানী হেগের একটি প্রধান মোটরওয়ে জলবায়ুকর্মীরা অবরোধ করলে এ ঘটনা ঘটে। সংবাদ সংস্থা সূত্রে খবর, জলবায়ুকর্মীদের নিয়ে শনিবার এক্সটিংকশন রেবেলিয়ন নামে একটি সংগঠন এ প্রতিবাদন্ডবিক্ষোভের আয়োজন করে। শিশু, বয়স্কসহ ১০ হাজারেরও বেশি বিক্ষোভকারী অংশ নেয় এ মিছিলে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। অভিযোগ, রাস্তা বন্ধ করে মিছিল করা হচ্ছিল বলে এ ব্যবস্থা নিয়েছে পুলিশ। সংগঠনের কর্মীদের বক্তব্য, সরকার তেল ও গ্যাস শিল্পে ভর্তুকি দেওয়ার জন্য সরকারি তহবিল ব্যবহার বন্ধ না করা পর্যন্ত এ বিক্ষোভ চলবে। তবে পুলিশ জানিয়েছে, আটক করলেও কাউকে আঘাত করা হয়নি।

 

সর্বশেষ খবর