মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভিয়েতনামে গিয়ে ভারত নিয়ে যা বললেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দিল্লিতে এলেন, জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিলেন। কিন্তু তিনি যৌথ সম্মেলনে যোগও দেননি, এমনকি কোনো বিষয়ে সাংবাদিকদের মুখোমুখিও হননি। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ভারতে সংবাদমাধ্যম থেকে মার্কিন নেতাকে দূরে সরিয়ে রাখে মোদি সরকার। আর এ বিষয়টি ভিয়েতনামে গিয়ে খোলাসা করলেন বাইডেন। ভিয়েতনামে গিয়ে ভারতের নাগরিক সমাজ, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার হাল নিয়ে কথা বলেন তিনি। বাইডেনের সফরকালে ভারত সরকারের পক্ষ থেকে সফররত মার্কিন সাংবাদিকদের জানিয়ে দেওয়া হয়, দ্বিপক্ষীয় বৈঠকের পর কোনো সওয়াল-জওয়াব পর্ব থাকবে না। তবে ভিয়েতনামে ভারতের নাগরিক সমাজ, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার হাল নিয়ে মুখ খুলেছেন তিনি। বললেন, দেশকে শক্তিশালী ও সমৃদ্ধিশালী হিসেবে গড়ে তুলতে গেলে এ বিষয়গুলোর প্রতি শ্রদ্ধাশীল হতেই হবে।

 

সর্বশেষ খবর