মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাশিয়ার উদ্দেশে ট্রেনে চেপে উত্তর কোরিয়া ছেড়েছেন কিম

রাশিয়ার উদ্দেশে একটি সামরিক ট্রেনে উত্তর কোরিয়া ছেড়েছেন দেশটির নেতা কিম জং উন। ভ্লাদিভোস্টকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিমের সাক্ষাৎ হতে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে। দুই দেশের মধ্যে একটি অস্ত্র চুক্তি হওয়ার কথা। এর আগে গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেন, দুই দেশের মধ্যে অস্ত্র আলোচনার অগ্রগতি করতে দ্রুত একত্র হবেন কিম ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এই সম্ভাব্য বৈঠকের কোনো নির্দিষ্ট তারিখ বা অবস্থান জানানো হয়নি। তবে গতকাল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দুই নেতার মধ্যে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও সময় জানায়নি। একজন সরকারি কর্মকর্তার বরাতে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, কিম বিদেশ সফরের জন্য যে সামরিক ট্রেনটি ব্যবহার করেন সেটি উত্তর কোরিয়া ছেড়ে গেছে বলে মনে হচ্ছে। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, কিম-পুতিনের বৈঠকটি আজ হতে পারে। এর আগে ২০১৯ সালে ট্রেনে ভ্লাদিভোস্টক ভ্রমণ করেছিলেন কিম। পুরো ট্রেনটি বুলেটপ্রুফ। অনেক ভারী হওয়ায় ঘণ্টায় ৫৯ কিলোমিটারের বেশি বেগে চলতে পারে না। ভ্লাদিভোস্টকে পৌঁছাতে এক দিন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, দুই দেশের মধ্যে অস্ত্র নিয়ে সমঝোতা হতে পারে। মস্কোকে কোনো অস্ত্র না দিতে কিমকে সতর্ক করে রেখেছে বাইডেন প্রশাসন।

সর্বশেষ খবর