বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইউক্রেন রাশিয়া পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেন ও রাশিয়া পরস্পরের স্থাপনার ওপর একাধিক হামলা চালিয়েছে। গতকাল ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়াও ইউক্রেনের নদীবন্দরে হামলা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের কোনো সাফল্য দেখছেন না। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোল বন্দরে জাহাজ নির্মাণ কেন্দ্রের ওপর আঘাত করে। এতে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। শহরের রাশিয়া নিযুক্ত গভর্নর টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, সব জরুরি পরিষেবা ঘটনাস্থলে কাজ করছে। শহরের বেসামরিক স্থাপনাগুলোতে কোনো বিপদের আশঙ্কা নেই বলে তিনি আশ্বাস দিয়েছেন। ক্রিমিয়া উপদ্বীপের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ এ শহরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজ এবং ডুবোজাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা হয়। ইউক্রেন এ হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক মাসগুলোতে সে দেশ অবশ্য রাশিয়ার সামরিক অবকাঠামো ধ্বংসের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। রাশিয়াও ইউক্রেনের ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে, কৃষ্ণসাগর উপকূলের বন্দরগুলোর বিকল্প হিসেবে ইউক্রেন নদীপথে খাদ্যশস্য রপ্তানির যে উদ্যোগ নিচ্ছে, সেই প্রচেষ্টা বিফল করতে মস্কো ইউক্রেনের নদী বন্দরগুলোর ওপর হামলা বাড়িয়ে দিয়েছে।

সর্বশেষ খবর