শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

মণিপুরে এবার পুলিশ কর্মকর্তা নিহত

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে শান্তি ফিরছেই না। এবার এক পুলিশ অফিসারকে স্নাইপার (দূরবর্তী অজ্ঞাত স্থান থেকে ছোড়া গুলি) দিয়ে হত্যা করা হয়েছে। মৃত পুলিশ একজন সাব ইন্সপেক্টর। তার নাম ওনখোমাং হাওকিপ (৩৫)। কলকাতার ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকা জানায়, চূড়াচাঁদপুরের সীমান্তবর্তী বিষ্ণুপুর জেলার মোরাং থানার অন্তর্গত চিংফেই গ্রামে হাওপিক কর্তব্য পালন করছিলেন। তাকে অজ্ঞাত স্থান থেকে স্লাইপার দিয়ে গুলি করা হয়। তার কপালে গুলি লাগে। এক বিবৃতিতে পুলিশ প্রশাসন জানিয়েছে, চূড়াচাঁদপুরের সীমান্তবর্তী বিষ্ণুপুর জেলার মোরাং থানার অন্তর্গত চিংফেই গ্রামে হাওকিপ ‘দুর্বৃত্তদের গুলিতে শহীদ হয়েছেন।’ স্থানীয় জনজাতির নেতাদের ফোরাম (আইটিএলএফ) বলেছে, চূড়াচাঁদপুরের জেলা সদর তুইবংয়ের বাসিন্দা হাওকিপকে ‘মেইতেই জঙ্গিরা বুধবার বিকালে গুলি করে হত্যা করেছে।’ কুকি সমাজের তরফে গোড়া থেকেই বলা হচ্ছে, নিরাপত্তা বাহিনীর কেউ কেউ, বিশেষত রাজ্য পুলিশের একটি অংশ, নির্দিষ্ট সম্প্রদায়ের হয়ে কাজ করছে। চূড়াচাঁদপুর একটি কুকি-জো সংখ্যাগরিষ্ঠ জেলা। পাশের বিষ্ণুপুর একটি মেইতেই-অধ্যুষিত জেলা। এই দুই জেলার সীমানায় ৩ মে সংঘর্ষ প্রথম শুরু হয়েছিল।

সর্বশেষ খবর