শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পরস্পরকে রাইফেল উপহার দিলেন পুতিন ও কিম

পরস্পরকে রাইফেল উপহার দিলেন পুতিন ও কিম

বিশাল ট্রেনের বহর নিয়ে রাশিয়া সফর করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন। পরে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ দুই নেতা পরস্পরকে রাইফেল উপহার দিয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। রাশিয়ার এক স্পেস সেন্টারে এ উপহার দেওয়া-নেওয়া হয়। তা ছাড়া কিমকে নভোচারীদের স্পেসসুটের একটি গ্লাভসও উপহার দিয়েছেন পুতিন।

নিজের বুলেটপ্রুফ সাঁজোয়া ট্রেনে চেপে বুধবার পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া পৌঁছেন কিম জং উন। রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর এলাকায় ভস্তোকনি কসমোড্রোমে দেখা করেন দুই নেতা। সফরে কিম পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানান। মস্কো গতকাল নিশ্চিত করেছে, কিমের উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ ‘কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করেছেন’ পুতিন। পেসকভ জানিয়েছেন, মস্কো প্রথমে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে পিয়ংইয়ংয়ে পাঠানোর জন্য ‘দ্রুত প্রস্তুতি’ নেবে। তারপর পুতিনের উত্তর কোরিয়া সফরের আয়োজন করা হবে। লাভরভকে অক্টোবরে পিয়ংইয়ংয়ে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। উত্তর কোরিয়ায় এটি পুতিনের দ্বিতীয় সফর হবে। সর্বশেষ ২০২০ সালের জুলাইয়ে তিনি কিমের প্রয়াত পিতা কিম জন ইলের সঙ্গে দেখা করেছিলেন। কিম সর্বশেষ রাশিয়া সফর করেছিলেন ২০১৯ সালে। বুধবার কিমের সঙ্গে দেখা করে মস্কো ফিরে এসেছেন পুতিন। তবে কিম আরও কয়েকদিন রাশিয়া সফর করবেন বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন।

সর্বশেষ খবর