শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

দুই মার্কিন কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

মার্কিন দূতাবাসের দুই কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। তাদের বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রুশ সরকার ইস্যুটিকে ঘিরে মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করেছিল। সেখানে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জেফরি সিলিন এবং সেকেন্ড সেক্রেটারি ডেভিড বার্নস্টেইনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়েছে। একই সঙ্গে এই দুই কূটনীতিককে আগামী সাত দিনের মধ্যে রাশিয়া ত্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, রুশ নাগরিক রবার্ট শোনোভ একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ‘গোপনীয় সহযোগিতার’ দায়ে অভিযুক্ত। আর মার্কিন দুই কূটনীতিক তার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতেন। ফলে তারা একজন কূটনীতিক হিসেবে অবৈধ কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। অন্যদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, দুই মার্কিন কূটনীতিককে বিনা উসকানিতে দেশ থেকে বহিষ্কার করেছে রাশিয়া। ওয়াশিংটন এই ঘটনার যথাযথ জবাব দেবে বলেও সতর্ক করা হয়েছে। রবার্ট শোনোভ ২৫ বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টকে মার্কিন কনস্যুলেট জেনারেল কর্তৃক নিযুক্ত ছিলেন। তবে ২০২১ সালে রাশিয়া মার্কিন মিশনের সব স্থানীয় কর্মীদের বরখাস্তের আদেশ দেয়।

মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ইউক্রেন যুদ্ধের কারণে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে তলানিতে অবস্থান করছে।

সর্বশেষ খবর