শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই রাশিয়ার সাবমেরিন ধ্বংস

ইউক্রেন দাবি করেছে তারা রুশ-অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপলের কৃষ্ণসাগর বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার সময় অস্ত্রসহ একটি রাশিয়ান সাবমেরিন ধ্বংস করেছে। রাশিয়ান ক্রুজ মিসাইল ক্যারিয়ার-রোস্তভ-অন-ডন ইউক্রেনের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ ছাড়া ক্রেমলিন যুদ্ধ জাহাজ, মিনস্ক ছিল হামলার সময়। ইউক্রেনের এক সিনিয়র সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন ইউক্রেনের পাইলটরা হামলার জন্য ব্রিটিশ ক্রুজ মিসাইল স্টর্ম শ্যাডো ব্যবহার করেছেন। জানা গেছে, ব্রিটিশ ক্রুজ মিসাইলটি ছোড়া হয়েছিল ইউক্রেনের একটি যুদ্ধবিমান থেকে। রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিটকে পরিষেবা দেওয়ার জন্য ব্যবহৃত সেভাস্তোপলের ওপর হামলার জন্য ইউক্রেনের কালিব্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ হামলার পর ল্যান্ডিং জাহাজ মিনস্কসহ সাবমেরিন উভয় এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তা মেরামতেরও কোনো উপায় নেই বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, ব্রিটিশ ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো ব্যবহার করে রাশিয়ার ওপর হামলা রাশিয়া এবং যুক্তরাজ্যের মধ্যে উত্তেজনা বাড়াবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

 

সর্বশেষ খবর