বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অবশেষে আসছে ডেঙ্গু ভ্যাকসিন

নভেম্বরে ভারতে ক্লিনিক্যাল ট্রায়াল

অবশেষে আসছে ডেঙ্গু ভ্যাকসিন

করোনাভাইরাসের ভয়কেও হার মানাতে চলছে ডেঙ্গু। প্রায় এক দশক ধরে কিছু দেশে বিশেষ করে উপমহাদেশের ভারত ও বাংলাদেশে এর ভয়াবহতা চরম আকার ধারণ করেছে। মাসে শত মানুষের মৃত্যু হচ্ছে। এর মধ্যে আনন্দের সংবাদ দিল ভারত। অবশেষে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ডেঙ্গু ভ্যাকসিন। নভেম্বর মাসেই ভারতে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল। দেশটির আইসিএমআর এবং প্যানাসিয়া বায়ো টেক লিমিটেডের যৌথ উদ্যোগে হবে ক্লিনিক্যাল ট্রায়াল। দেশটির ২০টি কেন্দ্রে এই ট্রায়াল হওয়ার কথা। ১০ হাজারেরও বেশি মানুষকে পরীক্ষামূলকভাবে দেওয়া হবে ডঙ্গুর টিকা। প্যানাসিয়া বায়ো টেক লিমিটেড ডেঙ্গু ভ্যাকসিন তৈরির কাজ আগেই শুরু করেছিল। প্রথম এবং দ্বিতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল আগেই শেষ হয়ে যায়। চলতি বছরে মার্চ-এপ্রিলে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। সেই ট্রায়াল শেষ হলে বহু প্রতীক্ষিত ডেঙ্গু ভ্যাকসিন হাতে পেত দেশবাসী। কিন্তু ভ্যাকসিনে কিছু জটিলতার কারণে সেই তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালটি পিছিয়ে যায়।

ভ্যাকসিনে কিছু পরিবর্তন আনতে হয়। সেই পরিবর্তন শেষ হয়েছে। প্রায় সাড়ে ১০ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে ডেঙ্গু ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। এক বছর ধরে তাঁদের পর্যবেক্ষণে রাখা হবে। শরীরে কী পরিমাণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে ডেঙ্গু মোকাবিলার জন্য তা পরীক্ষা করে চূড়ান্ত পর্যায়ের ছাড়পত্র পেলে তবেই এই ভ্যাকসিন সাধারণ মানুষের জন্য বাজারে নিয়ে আসা হবে। এখন দেখার কতটা সাফল্য পায় এই তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল।

এ প্রসঙ্গে নাইসেডের কর্মকর্তা শান্তা দত্ত সাংবাদিকদের বলেন, ‘ডেঙ্গু ভ্যাকসিনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেখানে ডেঙ্গুর প্রবণতা বেশি সেখানে এই ভ্যাকসিনটা কাজ করবে। সেরো পজিটিভিটি কতটা আছে তা দেখে ভ্যাকসিনটা দেওয়া হবে।’

 

সর্বশেষ খবর