বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নিখোঁজ এফ-৩৫ জেটের ধ্বংসাবশেষ পাওয়া গেছে

সাউথ ক্যারোলিনায় নিখোঁজ হওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তারা। সোমবার কর্তৃপক্ষ বলেছে, রবিবার নিখোঁজ হওয়া উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে উইলিয়ামসবুর্গ কাউন্টিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এ ঘটনার পর এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস মেরিনসের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট জেনারেল এরিক স্মিথ মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে এবং বাইরে সব মেরিন কর্পস বিমানকে গ্রাউন্ড করার আদেশ জারি করেছেন। নর্থ চার্লসটন এলাকায় ওড়ার সময় পাইলট যুদ্ধবিমান থেকে প্যারাশুট নিয়ে নেমে পড়েন। পরে এটির সন্ধান পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছিল সেনাবাহিনী। সোমবার এক বিবৃতিতে সেনা কর্মকর্তারা বলেছেন, জয়েন্ট বেস চার্লসটন থেকে উত্তর-পূর্ব দিকে দুই ঘণ্টার দূরত্বে ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

জয়েন্ট বেজ চার্লসটনের এক মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, পাইলট নেমে যাওয়ার পর তা অটোপাইলট মোডে ছিল। ফলে আরও কিছুক্ষণ হয়তো এটি আকাশে উড়েছিল। এর ফলে সন্ধান পাওয়া কঠিন হয়েছিল। এফ-৩৫ যুদ্ধবিমান নির্মাণ করেছে লকহিড মার্টিন কোম্পানি। একেকটি উড়োজাহাজের মূল্য প্রায় ২০ কোটি ডলার। এটি বিশ্বের অন্যতম আধুনিক যুদ্ধবিমান।

সর্বশেষ খবর