বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

আবারও সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এ নিয়ে টানা ছয়বার। জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। যেখানে ষষ্ঠবার বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে বিবেচিত হয়েছে ফিনল্যান্ড। দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক এবং তৃতীয় স্থানে আইসল্যান্ড। এবারের প্রতিবেদনের পর প্রশ্ন দেখা হয়েছে বছরের পর বছর একটি দেশ কীভাবে সুখী থাকে। এর উত্তর দিয়েছেন ফিনল্যান্ডের এক মনোবিজ্ঞানী। ফিনল্যান্ডে বসবাসকারী মানুষের খুশি থাকার আরও কিছু কারণ ব্যাখ্যা করেছেন মনোবিজ্ঞানী ফ্রাঙ্ক মার্টেলা। বলেছেন, এখানকার মানুষ একটি বিশেষ নীতিতে নির্ভর করেই জীবনযাপন করেন। নিজের জন্য বাঁচুন, অন্য কারও প্রত্যাশা পূরণের জন্য নয়। এখানকার মানুষ চিন্তায় কম ভোগেন। কারণ, তারা কোনো কিছুরই খুব একটা অভাব বোধ করেন না। তারা প্রয়োজনীয় সবকিছু সহজে পেয়ে যান।

ফিনল্যান্ডের অনেক বিষয় এ দেশকে অন্যান্য দেশের চেয়ে আলাদা করে দেয়। যেমন- এ দেশের অন্যতম বৈশিষ্ট্য হলো এখানকার সর্বোচ্চ উপার্জনকারী ব্যক্তি এবং সর্বনিম্ন উপার্জনকারী ব্যক্তিদের মধ্যে খুব বেশি ফারাক নেই। দেশের নাগরিকদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে এবং ফিনল্যান্ডে দুর্নীতির পরিমাণও অত্যন্ত কম। মানুষ একে অপরকে সাহায্য করে। চিকিৎসা ব্যবস্থাও ভালো। গণপরিবহন অনেক বেশি নির্ভরযোগ্য এবং সস্তা।

আরেকটি জিনিস যা ফিনল্যান্ডের মানুষকে অন্যান্য দেশের চেয়ে আলাদা করে তোলে তা হলো- অন্যদের সাহায্য করার ইচ্ছা। ফিনল্যান্ডের বেশির ভাগ মানুষ বিশ্বাস করেন যে, অন্যের মধ্যে আনন্দ সঞ্চার করতে পারলে নিজেও আনন্দিত থাকবেন। ফিনল্যান্ডে একটি তত্ত্ব খুব জনপ্রিয়। এখানে শিক্ষার্থীরাও প্রতিদিন তিনজনকে সাহায্য করে। পোস্টম্যানকে এক গ্লাস জল দেওয়া হোক, কী বয়স্কদের সঙ্গে বিকাল কাটানো বা কোনো পর্যটককে তার রাস্তা খুঁজে পেতে সাহায্য করা। এ সহজ সাধারণ সাহায্য করার অভ্যাস এদের অপরিমেয় সুখ দেয়। মনোবলও বাড়ায়। গবেষণায় দেখা গেছে, আপনি যদি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে বেশি সময় কাটান, তাহলে আপনি দীর্ঘজীবী হবেন।

‘তালকুট’ শব্দটি ফিনল্যান্ডে খুবই জনপ্রিয়। এর অর্থ একসঙ্গে এমন কিছু করা, যা কেউ একা করতে পারে না। মাঠে একসঙ্গে কাজ করার কিংবা শস্যাগারে একসঙ্গে সময় কাটানো। সমস্ত প্রতিবেশী স্বেচ্ছায় জড়ো হয়ে একে অপরের সাহায্যে দুর্দান্ত সব কঠিন কাজ নিমেষেই সেরে ফেলেন এখানে।

 

সর্বশেষ খবর