শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানে সাধারণ নির্বাচন জানুয়ারিতে

পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে জানুয়ারিতে। গতকাল পাকিস্তান নির্বাচন কমিশন ঘোষণা করেছে ২০২৪ সালের জানুয়ারি মাসেই পাকিস্তানের সাধারণ নির্বাচন হবে। নির্বাচন কমিশন জানিয়েছে প্রতিষ্ঠানটি নির্বাচনী এলাকার সীমানা পর্যালোচনা করেছে। ২৭ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করবে। ৯ আগস্ট জাতীয় পরিষদ ভেঙে দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের কথা।

ইমরান খানকে পাকিস্তানের মসনদ থেকে সরিয়ে দেওয়ার পরই পাকিস্তানে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছিল। অন্যদিকে আর্থিক সংকটের কারণে পাকিস্তানে বাড়ছে নৈরাজ্য। এ অবস্থায় সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই দেশের অচলাবস্থা কাটাতে পারে বলেও মনে করেছে পাক নাগরিকদের একাংশ।

 

সর্বশেষ খবর