শিরোনাম
শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পাকিস্তানে ফের ক্ষমতায় ফিরবেন ইমরান!

পাকিস্তানে ফের ক্ষমতায় ফিরবেন ইমরান!

পাকিস্তানে শুরু হয়েছে ভোটের আমেজ। আগামী জানুয়ারিতেই নির্বাচন। কিন্তু প্রশ্ন উঠেছে কে সেনা নিয়ন্ত্রিত দেশটির ক্ষমতায় আসছেন। এর মধ্যে যে নামটি বেশি উচ্চারণ হয় তা হচ্ছে ইমরান খানের। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি? নাকি জেলেই তাকে কাটাতে হবে বাকি জীবন? এ নিয়ে পশ্চিমের প্রতিবেশী রাষ্ট্রে তুঙ্গে উঠেছে জল্পনা।

দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ায় বর্তমানে বিচারাধীন বন্দি হিসেবে জেলে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান। পাকিস্তানের আইন অনুযায়ী, পাঁচ বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি। যদিও এ আবহে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, সহানুভূতির হাওয়ায় ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা চালাচ্ছেন ইমরান। অন্যায়ভাবে তাকে জেলবন্দি করে রাখা হয়েছে বলে চলছে ব্যাপক প্রচার। ১৯৯২-তে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। ট্রফি জয়ী সেই টিমের অধিনায়ক ছিলেন কিংবদন্তি ক্রিকেটার ইমরান। বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করার তার সেই ভাবমূর্তিকে তুলে ধরছেন পিটিআই কর্মী-সমর্থকরা। অন্যদিকে ভোটের দিন ঘোষণা হতেই বিয়ে নিয়ে নতুন করে আইনগত জটিলতার মুখে পড়েছেন ইমরান। বুশরা বিবিকে অমুসলিম মতে বিয়ে করেছেন বলে তার বিরুদ্ধে উঠেছে অভিযোগ। পাকিস্তান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সোমবার সাবেক প্রধানমন্ত্রীকে তলব করেছে ইসলামাবাদ আদালত।

সর্বশেষ খবর