রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ে পড়তে সাইকেলে ৪ হাজার কিমি পাড়ি

বিশ্ববিদ্যালয়ে পড়তে সাইকেলে ৪ হাজার কিমি পাড়ি

পশ্চিম আফ্রিকার দেশ গিনির এক তরুণ শিক্ষার্থী জ্ঞান অর্জনের জন্য সাইকেলে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছেন। মূলত ধর্মীয় বিষয়ে অধ্যয়নের জন্য মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে দীর্ঘ এ পথ সাইকেলে পাড়ি দিয়েছেন তিনি। মামাদু সাফায়উ ব্যারি নামের ওই ছাত্র অবশেষে মিসরে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছেন। এমনকি পেয়েছেন পূর্ণাঙ্গ বৃত্তিও। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক জ্ঞান অর্জনের সংকল্পে উজ্জীবিত হয়ে মামাদু সাফায়উ ব্যারি নামের গিনির এক যুবক পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে সাইকেলে ৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মিসরে পৌঁছেছেন এবং দেশটির মর্যাদাপূর্ণ আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, ২৫ বছর বয়সী এই তরুণ সাইকেলে তার দুঃসাহসী এ সফরের সময় তিনবার আটক হয়েছিলেন এবং শেষ পর্যন্ত নিজের পছন্দের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। তবে তার সেই কষ্ট মোটেই বৃথা যায়নি। মিসরের ওই বিশ্ববিদ্যালয়ে তিনি কেবল ভর্তিই হননি বরং পূর্ণাঙ্গ স্কলারশিপও পেয়েছেন মামাদু। খালিজ টাইমস বলছে, ব্যক্তি জীবনে এক সন্তানের বাবা ব্যারি মিসরের রাজধানী কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ কোর্সে ভর্তির লক্ষ্যে চলতি বছরের মে মাসে গিনিতে নিজের বাড়ি থেকে বের হন। টাইমস হায়ার এডুকেশন অনুসারে, আল আজহার বিশ্ববিদ্যালয় ৯৭০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। এ বিশ্ববিদ্যালয়টি ইসলামী শিক্ষার জন্য মর্যাদাকর কেন্দ্র বলেও পরিচিত।

সর্বশেষ খবর