রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

‘পোলিশ জনগণকে আর অপমান করবেন না’

‘পোলিশ জনগণকে আর অপমান করবেন না’

মাতেউস মোরাভিয়েস্কি

এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাভিয়েস্কি। তিনি তাকে সতর্ক করে বলেছেন, পোলিশ জনগণকে আর কখনো অপমান করবেন না। ইউক্রেনীয় শস্য আমদানি ঘিরে কূটনৈতিক বিরোধের মধ্যেই এ মন্তব্য করলেন পোলিশ প্রধানমন্ত্রী। অবশ্য এ দুই দেশের মধ্যকার উত্তপ্ত বিরোধ নিষ্পত্তিরও চেষ্টা করছেন পোলিশ প্রেসিডেন্ট। টানা দেড় বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। রুশ এ আগ্রাসন মোকাবিলায় এবং একই সঙ্গে মস্কোর সেনাদের বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে কিয়েভকে অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্রসহ মিত্র ইউরোপীয় দেশগুলো। এমনকি প্রতিবেশী পোল্যান্ডও ছিল ইউক্রেনকে অস্ত্র সরবরাহকারী দেশের তালিকায়। তবে ইউক্রেনের অন্যতম কট্টর মিত্র বলে পরিচিত এ দেশটির সঙ্গে ইউক্রেনীয় শস্য আমদানির ইস্যুতে পোল্যান্ডের উত্তেজনা চলছে। এমনকি দিন-দুয়েক আগে কিয়েভকে আর অস্ত্র সরবরাহ না করার ঘোষণাও দিয়েছে দেশটি। জানা গেছে, পোল্যান্ড গত সপ্তাহে ইউক্রেনের শস্য আমদানির ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। আর এটিই ওই প্রতিবেশীর সঙ্গে কিয়েভের সম্পর্ককে তলানিতে নিয়ে যায়। এ ছাড়া নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে জেলেনস্কি বলেন, ইউরোপে ইউক্রেনের কিছু বন্ধু যেভাবে (রাশিয়ার সঙ্গে) সংহতি প্রদর্শন করছে তা উদ্বেগজনক। তারা ‘রাজনৈতিক মঞ্চে শস্য নিয়ে একটি রোমাঞ্চকর নাটক তৈরি করেছে’। তার এ মন্তব্যে ক্ষুব্ধ হয় ওয়ারশ। একই সঙ্গে নিন্দা জানিয়ে বলে, ‘পোল্যান্ডকে নিয়ে অযৌক্তিক মন্তব্য করা হয়েছে যারা কি না যুদ্ধের প্রথম দিন থেকে ইউক্রেনকে সমর্থন করে আসছে।’ পরে ওয়ারশতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করার পাশাপাশি এখন থেকে আর অস্ত্র না পাঠানোর ঘোষণা দেওয়া হয়।

 

সর্বশেষ খবর