সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানের নতুন তালিকা

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ১৯৭৮ সাল থেকে বিশ্ব ঐতিহ্যের তালিকা তৈরি শুরু করে। ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ভোটে প্রতি বছরই প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য তালিকাভুক্ত হয়। বিশ্ব ঐতিহ্যের তালিকায় চলতি বছরের জন্য মনোনীত স্থানগুলোর নাম ঘোষণা করা হয়েছে।

প্রথম বিশ্বিযুদ্ধের স্মৃতি : বেলজিয়ামের টাইনে কট কমনওয়েলথ কবরস্থান উঠে এসেছে এবার তালিকায়। ১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত চলা যুদ্ধে নিহত সৈন্যদের লাশ এখানে শায়িত আছে। রুয়ান্ডার গণহত্যা : ১৯৯৪ সালে রুয়ান্ডার টুটসি গোষ্ঠীর মানুষদের গণহত্যা করা হয়। মুরাম্বি, নিয়ামাটা, গিসোজি ও বিসেসেরোর স্মারককে ইউনেস্কো স্বীকৃতি দিচ্ছে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে। ভারতে হোয়সালা যুগের স্মৃতি : ভারতের কর্নাটকে হৈসল রাজারা প্রায় দেড় হাজার মন্দির বানিয়েছিলেন, যার মধ্যে মাত্র ১০০টি এখনো রয়েছে।  ডেনমার্কের ঐতিহ্য : পাঁচটি আংটির আদলে গড়া এই দুর্গ ভাইকিং যুগের। ক্ষমতার প্রতীক ও নিরাপত্তা দিতে সক্ষম এই দুর্গ তৈরি হয়েছিল দশম শতাব্দীতে। জার্মানিতে ইহুদিদের স্মরণে : জার্মানির শহর এরফুর্টে মধ্য যুগে বাস করতেন বহু ইহুদি। ১১০০ শতাব্দীতে সেখানে একটি সিনাগগ স্থাপিত করা হয়। দক্ষিণ কোরিয়ায় কবরের পাহাড় : ৪২ থেকে ৫৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত বর্তমান দক্ষিণ কোরিয়াকে চেনা হতো গায়া রাজ্য নামে। চীনের চায়ের জঙ্গল : এবারের তালিকায় যুক্ত করেছে চীনের নিংমাই পাহাড় অঞ্চল। রাশিয়ায় কাজান শহরের বিশ্ববিদ্যালয় : পুরনো জ্যোতির্বিদ্যা থেকে হালের মহাকাশ গবেষণায় যাত্রা যে কত দীর্ঘ, এখানে এলেই বোঝা যাবে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন : রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারায় গড়ে ওঠা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এখন তা বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের তালিকায়।

সর্বশেষ খবর