সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম শহরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়। তাদের পরিচয় জানানো হয়েছে। নিহতরা হলেন- আসিদ আবু আলি (২১) এবং আবদুলরাহমান আবু দাঘাশ (৩২)। ইসরায়েলি অভিযানে ওই শরণার্থী শিবিরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে নূর শামস শরণার্থী শিবিরে অভিযানের সময় ২১ বছর বয়সী আয়েদ শামিহ খালেদ আবু হার্ব নামে ২১ বছর বয়সী এক তরুণকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে ৩০ লাখ ফিলিস্তিনি নাগরিকের বসবাস। ওই অঞ্চলে প্রায়ই অভিযানের নামে ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে বহু প্রাণহানির ঘটনা ঘটছে। জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ২০২৩ সালে সবচেয়ে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

 চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ২ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। একই সময়ে কমপক্ষে ৩৫ ইসরায়েলি নিহত হয়েছে। এর আগে ২০ সেপ্টেম্বর দখলকৃত পশ্চিম তীরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়। এ ছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক একটি ঘটনায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়।

গত মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েল। সে সময় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, অভিযানে আরও প্রায় ২০ জন আহত হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সর্বশেষ খবর