মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ সমীক্ষা

বাইডেনকে হারিয়ে ফের প্রেসিডেন্ট ট্রাম্প!

আর বছরখানেক বাকি আছে মার্কিন নির্বাচনের। তার আগেই শুরু হয়েছে নির্বাচন নিয়ে উন্মাদনা। এর মধ্যে ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ একটি সমীক্ষা চালিয়েছে। তাতেই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে আসন্ন ভোটে জো বাইডেনকে হারিয়ে ফের প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প। গত ১৫ থেকে ২০ সেপ্টেম্বর ১ হাজার ছয়জন ভোটারের ওপর জরিপটি চালানো হয়। এটি মূলত করা হয়েছে মোবাইল ফোনে। ফলাফলে দেখা গেছে, বাইডেনের ৪২ শতাংশ ভোটের বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৫২ শতাংশ। ফলে ১০ পয়েন্টে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্ট বলছে, গত কয়েক মাসের সমীক্ষার সঙ্গে এই ফলাফলের অনেকটা পার্থক্য দেখা যাচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে, মার্কিন অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং অভিবাসন ইস্যুতে প্রেসিডেন্ট বাইডেনের ভোটারদের অসন্তোষ বাড়ছে। উল্লেখ্য, জানুয়ারিতে আইওয়া ককাস এবং নিউ হ্যাম্পশায়ার প্রাইমারি দিয়ে আমেরিকায় শুরু হবে মনোনয়ন। আগামী বছরের নির্বাচনের প্রচার ইতোমধ্যেই জোরকদমে শুরু করে দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ডেমোক্র্যাটিক পার্টির বাইডেন ভোটে লড়বেন কি না তা স্পষ্ট নয়।

তবে নির্বাচনের লড়াইয়ে নামার ক্ষেত্রে বয়স বাধা হবে না বলে জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট। ট্রাম্প ছাড়াও রিপাবলিকান পার্টির তরফে আরও দুজন প্রেসিডেন্ট পদপ্রার্থীর দৌড়ে রয়েছেন। এ দুজনই ভারতীয় বংশোদ্ভূত। এর মধ্যে প্রথমজন হলেন দক্ষিণ ক্যারোলিনার গভর্নর নিকি হ্যালি ও দ্বিতীয়জন উদ্বোগপতি বিবেক রামস্বামী।

 

সর্বশেষ খবর