মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নাগারনো-কারাবাখ ছাড়ছে আর্মেনিয়ার মানুষ

দুই বছর শান্ত থাকার পর ফের উত্তপ্ত আর্মেনিয়া ও আজারবাইজানের সম্পর্ক। নাগারনো-কারাবাখ নিয়েই মূলত দেশ দুটির দ্বন্দ্ব; যা যুদ্ধের পর্যায়ে নিয়ে গেছে। গত সপ্তাহে শুরু হওয়া এ সংঘাতের কারণে নাগারনো-কারাবাখের হাজার হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। রবিবারই ১ হাজার ৫০ জন এলাকা ছেড়ে আর্মেনিয়ায় পৌঁছেছেন। আজারবাইজান এখন এ অঞ্চলের দখল নিয়েছে। নাগারনো-কারাবাখে আর্মেনিয়ার মানুষই সংখ্যায় বেশি। বিষয়টি নিশ্চিত করেছে আর্মেনিয়ার প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যাদের গাড়ি আছে, তারা নাগারনো-কারাবাখ ছেড়ে বিপুল সংখ্যায় আর্মেনিয়া চলে এসেছেন। তাদের আশঙ্কা, আজারবাইজান কর্তৃপক্ষ তাদের ওপর প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে। নাগারনো-কারাবাখে আর্মেনিয়ার নেতারা জানিয়েছেন, যারা এলাকা ছেড়ে যেতে চান, তাদের আর্মেনিয়া আশ্রয় দেবে।

গত মঙ্গলবার আজারবাইজান নাগারনো-কারাবাখে সামরিক অভিযান শুরু করে। এক দিনের মধ্যে তারা এলাকার দখল নেয়। বিদ্রোহীরা আত্মসমর্পণ করে। আর্মেনিয়ার সরকারি সূত্র জানিয়েছেন, আজারবাইজানের আক্রমণের ফলে ২০০ ব্যক্তি মারা গেছেন, ৪০০ জন আহত হয়েছেন। আজারবাইজান জানিয়েছে, আহতদের আর্মেনিয়া নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না।

সর্বশেষ খবর