মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইমরান খানকে বাদ দিয়েই পাকিস্তানে নির্বাচনের ইঙ্গিত

ইমরান খানকে বাদ দিয়ে পাকিস্তানে নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে কাকার আরও বলেন, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছি না। বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) যেসব নেতাকর্মী বেআইনি কর্মকাণ্ডে জড়িত নন, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। উল্লেখ্য, তোষাখানা মামলায় অভিযুক্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিন বছরের জেল মাথায় নিয়ে এখন কুখ্যাত অ্যাটক জেলে বন্দি। কাকার বলেন, ইমরান এবং তার দলের কয়েক শ সদস্য যারা জেলে আছেন, তাদেরকে ছাড়াই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে।

তিনি বলেছেন, এর কারণ, তারা আইনবিরুদ্ধ কর্মকান্ডে লিপ্ত ছিলেন। এর মধ্যে আছে ভাঙচুর এবং অগ্নিসংযোগ। গত ৯ মে ইমরান খানকে ১৯ কোটি পাউন্ডের একটি সেটেলমেন্ট মামলায় গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর