শিরোনাম
বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

৩০ বছর পর ফিলিস্তিনে সৌদি প্রতিনিধি দল

৩০ বছর পর ফিলিস্তিনে সৌদি প্রতিনিধি দল

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর সফরে গেছে সৌদি আরবের একটি প্রতিনিধি দল। ১৯৯৩ সালে স্বাক্ষর হওয়া ঐতিহাসিক অসলো চুক্তির পর এটাই এ ধরনের প্রথম কোনো সফর। যুক্তরাষ্ট্র যখন সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনে মধ্যস্থতা করছে, তখনই এ সফরের খবর এলো। জেরিকোর ভারপ্রাপ্ত গভর্নর ইউসরা সুইতি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে নিযুক্ত সৌদি আরবের অনাবাসিক রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির নেতৃত্বে প্রতিনিধি দলটি জর্ডান থেকে স্থলবন্দর রামাল্লায় পৌঁছেছে। ফিলিস্তিনের শীর্ষ কূটনীতিক রিয়াদ আল মালিকি তাকে অভ্যর্থনা জানান। তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করেন। সুদাইরি জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। গত মাসে ফিলিস্তিন অঞ্চলের জন্যও সৌদি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। তবে তিনি থাকেন জর্ডানেই।

 

সর্বশেষ খবর