বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

নাগারনো কারাবাখে তেল ডিপোতে বিস্ফোরণ, নিহত ২০

গত সপ্তাহে আজারবাইজানের সেনারা আক্রমণ চালালে ২০০ আর্মেনিয়ান নিহত হন

আজারবাইজানের বিতর্কিত নাগারনো-কারাবাখ অঞ্চলে একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকশ মানুষ। স্থানীয় আর্মেনিয়া কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রায় ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। খবর বিবিসির। গত সপ্তাহে ওই এলাকা আজারবাইজানের দখলে যাওয়ার পর থেকে হাজার হাজার জাতিগত আর্মেনিয়ার নাগরিক বাড়িঘর ছেড়ে যেতে শুরু করেছে। এ পর্যন্ত প্রায় সাড়ে ১৩ হাজারের মতো শরণার্থী ওই ছিটমহল ছেড়ে আর্মেনিয়ায় পাড়ি জমিয়েছে। একটি মানবাধিকার সংস্থা সামাজিক মাধ্যমে জানিয়েছে, জ্বালানি ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ২ শতাধিক মানুষ আহত হয়েছে। এ ছাড়া নাগারনো-কারাবাখের চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট নয় বলেও জানানো হয়। নাগারনো-কারাবাখ দক্ষিণ ককেসাসের একটি পাহাড়ি এলাকা। এটি আজারবাইজানের অংশ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। তবে তিন দশক ধরে এটি জাতিগত আর্মেনিয়ানরা নিয়ন্ত্রণ করে আসছে। গত সপ্তাহে আজারবাইজানের সেনারা আক্রমণ চালালে রাশিয়ার পাঁচ শান্তিরক্ষী ও ২০০ জাতিগত আর্মেনিয়ান এবং আজারবাইজানের কয়েকজন সেনা নিহত হন।

 

সর্বশেষ খবর