শিরোনাম
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

২৫ বছর পার করল গুগল

২৫ বছর পার করল গুগল

এ মুহূর্তে যাকে ছাড়া অচল ডিজিটাল দুনিয়া। মোটামুটি সব সমস্যার সমাধান যাকে মানা হচ্ছে সেই গুগল তার ২৫ বছর পূর্তি গতকাল পালন করেছে।

হোম পেজে এক ব্লগের মাধ্যমে গুগল জানায়, ‘১৯৯৮ সালের পর অনেক কিছুই বদলেছে- এমনকি আজ ডুডলে যে লোগো দেখছেন সেটিও। কিন্তু লক্ষ্য একই রয়ে গেছে।’

কীভাবে শুরু হলো গুগল?

১৯৯৫ সালে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ল্যারি পেজ এবং সার্গি ব্রিনের হাত ধরে শুরু হয় গুগল। তাঁরা একটি রিসার্চ প্রোজেক্ট শুরু করেন। তবে এ দুজন ছাড়া আরও একজন ছিলেন, যিনি গুগল গড়ে তোলার পেছনে অন্যতম কারিগর হিসেবে বিবেচিত হন। ইনি হলেন স্কট হাসান। ১৯৯৮ সালে ক্যালিফোর্নিয়া মেনলো পার্কের একটি গ্যারাজে জন্ম নেয় গুগল।

ওই বছরেই ৬০ মিলিয়ন পেজ তৈরি হয় (ইনডেক্স হয়) গুগলে। সংস্থার জন্মদিন প্রথম ৭ বছর ৪ সেপ্টেম্বর তারিখে উদযাপন হলেও তারপর সেই তারিখ বদলে ২৭ সেপ্টেম্বর করা হয়। এবারের ডুডলটি (এ২৫মষব) জিফ আকারে এনেছে গুগল, লোগোতে ক্লিক করলেই পুরো স্ক্রিনজুড়ে শুরু হয় কনফেত্তির ওড়াউড়ি।

মূল সংস্থা : আলফাবেট ইনকরপোরেটেড

সিইও : সুন্দর পিচাই (২ অক্টোবর, ২০১৫)

প্রতিষ্ঠাতা : ল্যারি পেজ, সার্গি ব্রিন

অধীনস্ত প্রতিষ্ঠান : ইউটিউব, ফায়ারবেস, ফিটবিট, গুগল নেস্ট, গুগল এআই, আরও

সদর দফতর : মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর