বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

অ্যাটক থেকে আদিয়ালা জেলে ইমরান

অ্যাটক থেকে আদিয়ালা জেলে ইমরান

অবশেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কুখ্যাত অ্যাটক জেল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। ইসলামাবাদ হাই কোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতি আমের ফারুকের নির্দেশে তাকে কারাগার স্থানান্তরিত করা হলো। তোশাখানা দুর্নীতিসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এতদিন অ্যাটকে বন্দি ছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলখানায় এর আগে থেকেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ইমরান খানকে কঠোর নিরাপত্তায় স্থানান্তর করা হয়। এ সময় ব্যবহার করা হয় ১৮টি গাড়ির বহর। এর মধ্যে ১৫টি ইসলামাবাদ পুলিশের। ছিল দুটি সাঁজোয়া যান। একটি অ্যাম্বুলেন্স। এসব প্রহরা দিয়ে অ্যাটক থেকে ইমরান খানকে নিয়ে যায় আদিয়ালায়। জেল সূত্র উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়, আদিয়ালা কারাগারে উচ্চ নিরাপত্তাযুক্ত বি-শ্রেণির ব্যারাকে রাখা হয়েছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে সব সুবিধা দেওয়া হয়েছে। সূত্র বলেছে, তার রুমের সঙ্গে একটি এটাচড বাথরুম আছে। সার্বক্ষণিক তাকে জেলের সার্ভিস সুবিধা দেওয়া হবে। তবে তার খাবারের মেন্যু কী হবে সে সম্পর্কে সিদ্ধান্ত হয়নি।

সর্বশেষ খবর