সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

স্লোভাকিয়ার ভোটে রুশপন্থিদের জয়

ইউক্রেনে যাবে না আর একটি গুলিও

ন্যাটোর সদস্য এবং পূর্ব ইউরোপের দেশ স্লোভাকিয়ার জাতীয় নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে জয় পেয়েছে দেশটির রাশিয়াপন্থি দল স্লোভাক সোশ্যাল ডেমোক্রেসি (এসএসডি) পার্টি। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী পশ্চিমাপন্থি দল ‘প্রোগ্রেসিভ স্লোভাকিয়া’র থেকে ছয় শতাংশ বেশি ভোট পেয়েছে। ফিচোর দল নির্বাচনে জয়ী হওয়ায় ইউক্রেন যুদ্ধ নিয়ে স্লোভাকিয়ার অবস্থান বদলে যেতে পারে। কারণ মস্কোপন্থি ফিচো বলে আসছেন, তিনি জয়ী হলে সবার আগে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করবেন। এ ছাড়া ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার যে চেষ্টা চালাচ্ছে, বাধা দেবেন তাতে। ফিচোর জয় স্লোভাকিয়ার জন্য একটি দুঃসংবাদ বলে মন্তব্য করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশাল সিমেস্কা। রবিবার তিনি বলেন, ‘এটা সত্য এসএসডি জয়ী হয়েছে। আমরা এই জনরায়কে সম্মান করি। কিন্তু তিনি (ফিচো) যদি সরকার গঠন করেন, তাহলে সেটা হবে আরও বড় দুঃসংবাদ।’ খবরে জানানো হয়, নির্বাচনে জয়ের আগেই ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানো বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ফিচো। এ ছাড়া রাশিয়ার বিরুদ্ধে দেওয়া পশ্চিমা মিত্রদের অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে তিনি অকার্যকর এবং নিজেদের অর্থনীতির জন্যই ‘ক্ষতিকর’ বলে দাবি করেন তিনি।

 ফিচো বলেন, আমরা একটি শান্তিপূর্ণ দেশ। আমরা ক্ষমতায় এলে ইউক্রেনে আর এক রাউন্ড গুলিও পাঠাব না।

সর্বশেষ খবর