মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ঘণ্টায় ৩৫০ কিমি বেগের ট্রেন ইন্দোনেশিয়ায়

ঘণ্টায় ৩৫০ কিমি বেগের ট্রেন ইন্দোনেশিয়ায়

নিজেদের প্রথম হাইস্পিড রেলওয়ে চালু করল ইন্দোনেশিয়া। অত্যাধুনিক প্রযুক্তির ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫০ কিলোমিটার। চীনের বেল অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় উচ্চাভিলাষী এ প্রকল্পে খরচ হয়েছে মোট ৭৩০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮০ হাজার ৮২৭ কোটি টাকা। রাজধানী জাকার্তা থেকে দেশটির বাণিজ্যিক শহর বান্দুং পর্যন্ত চলবে বুলেট ট্রেনটি। এ রুটের দূরত্ব ১৪২ কিলোমিটার। দ্রুতগতির এ রেলওয়ের নাম রাখা হয়েছে ‘হুশ’, ইন্দোনেশীয় ভাষায় যার অর্থ সময় সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য।

সর্বশেষ খবর