বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নেপালে ৪ দফা ভূমিকম্প কাঁপল ভারতের দিল্লিও

নেপালে ৪ দফা ভূমিকম্প কাঁপল ভারতের দিল্লিও

নেপালে গতকাল চার দফা ভূমিকম্প হয়েছে। এর সর্বোচ্চ মাত্রা ছিল ৬.২। এতে পুরো নেপাল কেঁপে ওঠে। কম্পন অনুভূত হয় ভারতের রাজধানী নয়াদিল্লিতেও। এবারের কম্পনগুলো খুব বেশি ক্ষতি না হলেও আতঙ্ক ছড়িয়েছিল সবচেয়ে বেশি। কারণ আট বছর আগে ২০১৫ সালে এক ভূমিকম্পে প্রায় গোটা দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়। গতকাল এ কম্পনের ফলে দিল্লিসহ উত্তর ভারতে কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা বেশি থাকায় সাধারণ মানুষ ঘরবাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় এবং খোলা মাঠে নেমে আসে। ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালে। সেখানে মাত্র আধঘণ্টার মধ্যে দুইবার ভূমিকম্প হয়। নেপালে ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে, বাড়ির দেওয়াল ধসে পড়ে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নেপালে আঘাত হানে স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে। এর গভীরতা ছিল ৫ কিলোমিটার। প্রথম কম্পন অনুভূত হয় স্থানীয় সময় বিকাল ২টা ২৫ মিনিটে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এরপরই শক্তিশালী ৬.২ মাত্রার কম্পন অনুভূত হয় ২টা ৫১ মিনিটে।

সর্বশেষ খবর