বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইরানে এবার নির্যাতনে মুমূর্ষু কিশোরী

ইরানে নীতি পুলিশের নির্যাতনে এবার মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক স্কুলছাত্রী কিশোরী। এ ঘটনাকে গত বছর পুলিশের হেফাজতে মাসা আমিনির মৃত্যুর সঙ্গে তুলনা করছেন অনেকে।

১৬ বছর বয়সী ওই কিশোরীর বিরুদ্ধে অভিযোগ সে হিজাব পরেনি।

কুর্দিভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস মঙ্গলবার জানিয়েছে, তেহরানের একটি মেট্রো স্টেশনে আরমিতা গারাওয়ান্দকে নীতি পুলিশের নারী কর্মকর্তারা নির্যাতন করেন। বিমান বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বার্তায় জানিয়েছে তারা। সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার শোহাদা আন্ডারগ্রাউন্ড স্টেশনে ওই কিশোরীকে নির্যাতন করেন নীতি পুলিশের সদস্যরা। এ সময় সে গুরুতর আহত হয়। কঠোর নিরাপত্তায় তাকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ইরানের কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের ভাষ্য, মেয়েটির নিম্ন রক্তচাপের সমস্যা ছিল। এ কারণে সে তেহরানের মেট্রো স্টেশনটিতে অজ্ঞান হয়ে পড়ে ছিল।

 এ ঘটনার সঙ্গে ইরানের নিরাপত্তা বাহিনীর কোনো সম্পৃক্ততা নেই।

ইরানের বাধ্যতামূলক ইসলামী পোশাকবিধি অমান্য করার অভিযোগে গত বছরের ১৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাসা আমিনিকে (২২) আটক করেছিল দেশটির নীতি পুলিশ। ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়। তার মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় রাজনৈতিক অস্থিতিশীলতার মুখে পড়ে দেশটি।

সর্বশেষ খবর