শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

ইরাকে কুর্দি এলাকায় তুরস্কের হামলা

তুরস্কের রাজধানী আঙ্কারায় গত রবিবার বোমা হামলার প্রতিক্রিয়ায় দ্বিতীয় দফায় ইরাকের কুর্দি এলাকায় হামলা চালিয়েছে তুরস্ক। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের একটি শাখা আঙ্কারায় হামলার দায় স্বীকার করেছিল। তুরস্ক ও তার পশ্চিমা মিত্ররা পিকেকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে হওয়া এ হামলায় দুজন নিরাপত্তা কর্মী আহত হন। পুলিশের গুলিতে হামলাকারীদের একজন নিহত হয়েছেন। আরেকজন আত্মঘাতী হামলায় প্রাণ হারান।

বুধবারের হামলায় ইরাকের পাঁচ জেলায় অনেক সন্ত্রাসীকে দমন করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে উত্তেজনা বাড়ায় গতকাল তুরস্ক ও ইরাকের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে আঙ্কারায় বৈঠক হওয়ার কথা ছিল। আঙ্কারার হামলাকারীরা সিরিয়া থেকে গেছেন বলে তুরস্কের দাবি প্রত্যাখ্যান করেছেন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফের কমান্ডার মাজলুম আবদি। তার দাবি, তুরস্ক তাদের (এসডিএফ) এলাকায় বর্তমানে যে হামলা করছে এবং ভবিষ্যতে নতুন হামলা চালানো বৈধ করতে অজুহাত খুঁজছে।

সর্বশেষ খবর