শিরোনাম
শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

সিরিয়ার মিলিটারি একাডেমিতে ড্রোন-হামলা, নিহত ১১২

সিরিয়ার মিলিটারি একাডেমিতে ড্রোন-হামলা, নিহত ১১২

সিরিয়ায় সামরিক অ্যাকাডেমিতে ড্রোন হামলায় অন্তত ১১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক ড্রোন দিয়ে সমাবর্তন অনুষ্ঠানে এই হামলা হয়েছিল। সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী অনুষ্ঠান ছেড়ে যাওয়ার কয়েক মিনিট   পর এ হামলা হয়েছে বলে জানিয়েছে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২৫ জন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রচুর বেসামরিক মানুষও মারা গেছেন।  এ অ্যাকাডেমিতে একটি ব্যাচের শিক্ষা শেষের অনুষ্ঠান হচ্ছিল। সেখানে তাই শিক্ষাপ্রাপ্তদের পরিবারের লোকেরাও ছিলেন। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, তিনি এ ঘটনায় খুবই বিচলিত বোধ করছেন। সিরিয়ায় সরকারি সংবাদমাধ্যম সানা জানিয়েছে, হামলার সময় ওই সেনা অ্যাকাডেমিতে সদ্য প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের ‘গ্র্যাজুয়েশন’ অনুষ্ঠান চলছিল। সেখানে উচ্চপদস্থ সেনাকর্তা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও হাজির ছিলেন। তাদেরও অনেকে নিহত হয়েছেন। সেই তালিকায় নারী ও শিশু রয়েছে। এখনো পর্যন্ত কেউ এই আক্রমণের দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে আইএসের সঙ্গে যুক্ত তাহরির-আল-শাম এই আক্রমণের পেছনে থাকতে পারে। সংবাদ সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর সবাই অ্যাকাডেমির চত্বরে এসে জড়ো হয়েছিলেন। তখনই ড্রোন হামলা হয়। কোথা থেকে এই ড্রোন এসেছিল তা বলতে পারব না। হামলার পরেই প্রচুর মানুষের দেহ ওই চত্বরে পড়েছিল।’ সেনার তরফ থেকে জানানো হয়েছে, ‘এই কাপুরুষোচিত আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হবে।’ এদিকে সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনারা বলছেন, উত্তর-পশ্চিম সিরিয়ায় তুরস্কের একটি ড্রোন ধ্বংস করেছে মার্কিন সেনা। এ ড্রোনটি সেনার খুব কাছে এসে গিয়েছিল বলে পেন্টাগন জানিয়েছে। ড্রোনটি রেস্ট্রিকটেড এলাকায় ঢুকে পড়েছিল। যুক্তরাষ্ট্রের এফ ১৬ যুদ্ধবিমান এ ড্রোনটিকে ধ্বংস করে। এ ড্রোন থেকে মার্কিন সেনার ওপর হামলা চালানো হয়নি। কিন্তু এটা মার্কিন সেনার কাছে এসে যাওয়ায় তা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল বলে আত্মরক্ষার স্বার্থে এই কাজ করেছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। সিরিয়ায় ৯০০ মার্কিন সেনা সদস্য আছে। আইএসের মোকাবিলা করার জন্য তারা সেখানে আছে বলে যুক্তরাষ্ট্রের দাবি।

সর্বশেষ খবর