রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

হামাসের পক্ষে যা বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

হামাসের পক্ষে যা বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

মাহমুদ আব্বাস

ইসরায়েলের জরুরি সেবাদাতা কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের অপ্রত্যাশিত হামলায় ২২ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। হামাস জানিয়েছে, তারা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে বন্দি করেছে। হামাসের এ হামলাকে সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর বার্তা সংস্থা ওয়াফার। তিনি এক বিবৃতিতে বলেন, ‘বসতি স্থাপনকারী এবং দখলদার সৈন্যদের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার ফিলিস্তিনিদের রয়েছে।’ এদিকে হামাসের এই হামলাকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে এতদিন ধরে চলমান নৃশংসতার বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন সংগঠনটির মুখপাত্র খালেদ কাদোমি। গতকাল হামলা শুরুর দিনে তিনি বলেন, ‘আমরা চাই গাজায় সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসুক। ফিলিস্তিনিদের ওপর আক্রমণ, আমাদের পবিত্র স্থান আল-আকসায় ইসরায়েলি  সহিংসতা বন্ধ হোক। এসব কারণেই আমরা যুদ্ধ শুরু করেছি।’ তিনি বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরাও দখলদার এবং আন্তর্জাতিক আইন অনুসারে তারাও আক্রমণকারী। ‘সুতরাং আজকের যে পরিস্থিতি তা আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ,’ বলেন তিনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এটাকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এ যুদ্ধে আমরাই জয়ী হব।’

সর্বশেষ খবর