বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ০০:০০ টা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ব্যর্থ : পুতিন

ইসরায়েল-গাজা সংঘাত

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মন্তব্য করেছেন, ইসরায়েল-গাজা সংঘাত ওয়াশিংটনের ‘মধ্যপ্রাচ্য নীতির ব্যর্থতাকে’ তুলে ধরছে। একই সঙ্গে তিনি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ‘জরুরি’ বলেও মন্তব্য করেন। গতকাল রাশিয়ার রাজধানী মস্কোতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে বৈঠককালে পুতিন এ মন্তব্য করেন। চার দিন আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস ইসরায়েলে হামলা চালিয়েছে।

হামাস ইসরায়েলের ওপর ব্যাপক হামলা চালানোর কয়েক দিন পর মস্কোতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে দেখা করার সময় রুশ নেতা এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি মনে করি অনেকেই আমার সঙ্গে একমত হবেন, এটি মধ্যপ্রাচ্যে মার্কিন রাজনীতির ব্যর্থতার একটি স্পষ্ট উদাহরণ।

এ ছাড়া একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত একচেটিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল।

কিন্তু দুর্ভাগ্যবশত উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য হওয়ার মতো সমঝোতার সন্ধানে ব্যস্ত ছিল না। পশ্চিমারা ফিলিস্তিনি জনগণের মৌলিক স্বার্থ বিবেচনায় নেয়নি বলেও মন্তব্য করেন তিনি। পুতিন বলেন, ‘আমি মনে করি, বেশির ভাগ মানুষ আমার সঙ্গে একমত পোষণ করবেন। মধ্যপ্রাচ্যে মার্কিন রাজনীতির ব্যর্থতার পরিষ্কার উদাহরণ হচ্ছে এ সংঘাত।’ রুশ প্রেসিডেন্ট ‘স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয়তা’ নিয়ে কথা বলেন।

পুতিন বলেন, যুক্তরাষ্ট্র সংঘাতকে একচেটিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সমঝোতার বিষয়ে তারা এমন কিছু করতে পারেনি, যা দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য হয়।

এক দিন আগে সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছিলেন, ইসরায়েলে শান্তির জন্য ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধান হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।

এদিকে গতকাল ক্রেমলিন জানায়, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পূর্বনির্ধারিত মস্কো সফরে আসছেন। এ জন্য মস্কোর দিক থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ক্রেমলিন তার সফরের কোনো তারিখ উল্লেখ করেনি।

সর্বশেষ খবর